৩৫ বছর আগে যে ঘটনার শুরু তার জের কী আজো রয়ে গেছে? নিজ বাসায় নৃশংসভাবে খুন হন অভিনেতা জশুয়া আহমেদ চৌধুরী। খুনের পদ্ধতি বিস্ময়করভাবে মিলে যায় আগের কিছু হত্যাকান্ডের সাথে। তবে কী চৌদ্দ বছর আগে ঢাকা ভার্সিটির ইরিত্রা-জামসেদ হত্যা এবং সাত মাস আগের এক্সট্রিম নেটের সিরাজ-অহনা হত্যার সাথে এর কোন যোগসূত্র আছে? নাকি এর মাঝে আছে অন্য কিছুর ইঙ্গিত? কে এই মনোবিকারগ্রস্ত খুনি? কী তার উদ্দেশ্য? তার প্রতিশোধইবা কার ওপর? ডিবি অফিসার ইমন আহমেদের পাল্লায় পড়ে তদন্তে নামেন তার শিক্ষক সাইকোলজির প্রফেসর ড. মাসরুর আবরার হোমস, সাথে তার বন্ধু প্রফেসর অপু পিউরিফিকেশন ওরফে ওয়াটসন। তারা কী পারবে খুনির মুখোশ উন্মোচন করতে? অন্ধকার টানেলের শেষ মাথায় আলোর রেখা দেখতে? তারা কী পারবে বিরুদ্ধ¯্রােত সাঁতরে তীরে উঠতে? নাকি তীরে এসে তরি ডুববে?
কিংবদন্তির সায়েন্স-ফিকশন লেখক আইজ্যাক আসিমভ-এর জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। পেশাগত জীবনে তিনি বস্টন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্টের প্রফেসর ছিলেন। সায়েন্স-ফিকশন দুনিয়ায় রবার্ট ই. হিনলিন, আর্থার সি. ক্লার্ক আর তাকে ‘বিগ থ্রি’ বলে অভিহিত করে থাকে। প্রায় ৪০০ বইয়ের স্রষ্টা তিনি। তার প্রবন্ধ সংগ্রহ, রহস্যগল্প এবং সায়েন্স-ফিকশন। খুবই জনপ্রিয়। বিশেষ করে তার ‘ফাউন্ডেশন সিরিজ’ তাকে খ্যাতির শীর্ষে স্থান দিয়েছে। তার গল্প নিয়ে হলিউডে নির্মিত হয়েছে অসংখ্য চলচ্চিত্র। এখনও পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায় তার লেখা অনুদিত হয়ে আসছে, নির্মিত হচ্ছে। চলচ্চিত্র। সারা পৃথিবীর বিজ্ঞান-কল্পকাহিনীর লেখকদের আদর্শ তিনি। নেমেসিস তার কোনো সিরিজের বই নয়- এটি একক একটি উপন্যাস।