" This is a book written by a head of state and head of government when in office and first published in 1967. It is at once an autobiography of former President Mohammad Ayub Khan of Pakistan, and also a description of the major events in the history of Pakistan in which the author participated, and of the problems which the country continue to faces. President Ayub describes his village upbringing in the northwest of undivided India, his years at Aligarh University and Sandhurst in England, and his service in the British-Indian army before and during the Second World War. With the partition of the subcontinent in 1947 and the creation of Pakistan, the author's subject-matter widens to cover the political and military problems he had to deal with as a senior military officer. The major part of the book describes the so-called revolution of 1958, the reforms which the author introduced, and Pakistan's attitude towards India, her other neighbours, and the great powers during his tenure. Of special importance are the chapters on foreign policy explaining the author's reaction to increasing Indian military capability after the Indo-Chinese clashes of 1962. Ayub Khan gives details of his meetings with Mr. Nehru, President Kennedy, and Mr. Kosygin. Pakistan's contact with the Chinese was explained both in relation to the author's awareness of the necessity of direct equations with each of his country's powerful neighbours and in the setting of the development of the Third World. The book concludes with an account of the development of the Constitution which President Ayub introduced, as the culmination of his Martial Law measures, and the Presidential elections of 1965 which confirmed him in office. The book includes 33 halftone illustrations showing President Ayub and places, events, and people of importance in his career. There are also two maps. The book is reprinted as part of UPL's Road to Bangladesh Series which is designed to present published accounts of the background to the emergence of Bangladesh. Books in the series including the present book should be an invaluable collection for those interested in South Asian affairs, particularly students and scholar in politics, economic development and social transformation."
" ১৯৬৯ সালের পূর্ব বাঙলা। কী এক জীবনস্পর্শী মন্ত্রের মুখে বিস্ফারিত চারদিক। কেঁপে ওঠে নগর ঢাকা। কাঁপে শহর, বন্দর, গল্প, নিভৃত গ্রাম, এমনকি যমুনার দুর্গম চর এলাকা। কখনো কঠিন বুলেটের আঘাতে, কখনো ভেঙ্গে দেওয়া আঁধির ঝাপটায়। মিটিং আর মিছিল আর গুলিবর্ষণ আর কারফ্যু-ভাঙা আর গণআদালত – সব জায়গায় ফেটে পড়ে ক্ষোভ ও বিদ্রোহ। সব মানুষেরই হৃদয়ের অভিষেক ঘটে একটি অবিচল লক্ষ্যে—মুক্তি। মুক্তি? তার আসার পথও যে একরকম নয়। কারো স্লোগান,'দিকে দিকে আগুন জ্বালো', কারো ‘পদ্মা মেঘনা যমুনা'। কেউ দাঁড়ায় এই সারিতে, কেউ ঐ সারিতে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে দৃষ্টি রাখে। মুক্তির স্বাদ কি এমনই! উষ্ণ থেকে উষ্ণতর হয় ঢাকা। সেই ঢাকার ঘিঞ্জি গলির মধ্যে একটি বাড়ি। সেই বাড়িতে থাকে একজন, নাম যার ওসমান গনি ওরফে রঞ্জু। যে সব শোনে, দ্যাখে, মিটিঙে যায়, মিছিলেও যায়। তবু কিছুতেই সে যেন শরিক নয়। তাকে ঘিরে রাখে তার চিলেকোঠার চার দেওয়াল। ওই দেওয়াল বিচ্ছিন্নতার ও আত্মপ্রেমের। তার প্রতিবেশী তারই সহনামী আরেক রঞ্জু, এক কিশোর। তার তরুণী বোনের প্রতি ওসমান আসক্ত, মেয়েটির শরীর সে কামনা করে। কিন্তু প্রেম তার কিশোর রঞ্জুর প্রতি। এই প্রেমের খাঁচা থেকে বেরিয়ে আসার জন্য ওসমানের ডানা তিরতির করে, কিন্তু অত সহজ কি বেরুনো? গণঅভ্যুত্থানে সন্ত্রস্ত শাসকদের নতুন করে আরোপ করা সামরিক শাসনের নির্যাতন শুরু হলে বন্ধুরা যখন বিহ্বল, ওসমানের ডানায় তখন লাগে প্রবল বেগ। সহনামী কিশোরকে সে চুম্বনে রক্তাক্ত করে, বিকৃত যৌনতার বশে নয়, আত্মপ্রেমে পরাজিত হয়ে। ওসমান 'একজন'। সে এক নার্সিসাস। কিন্তু এখানে তার শেষ নয়। নিজের খাঁচা থেকে বেরুবার জন্য তার ডানা ঝাপটানো পরিণত হয় প্রচণ্ড ক্রোধে। রঞ্জুকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার জন্য সে প্রাণান্ত উদ্যোগ নেয়। এ কি তার আত্মপ্রেম বিসর্জনের প্রস্তুতি? পরিচিত সবাই ওসমানকে চিহ্নিত করে বদ্ধ পাগল হিসেবে। অনুরাগী বন্ধুরা তাকে বন্দী করে রাখে নিজের ঘরে। এখন এই বিচ্ছিন্ন ঘর থেকে ওসমানকে উদ্ধার করতে পারে কে? এক নেতায় বিশ্বাসী আলাউদ্দিন? ভোটের রাইট-প্রার্থী আলতাফ? রাজনীতি-বিশ্লেষক বামপন্থী আনোয়ার?—না এরা কেউ নয়। চিলেকোঠার দুর্গ থেকে ওসমানকে বেরিয়ে পড়তে প্ররোচনা দেয় হাড্ডি খিজির যে নিজের বাপের নাম জানে না, যে বড় হয়েছে রাস্তায় রাস্তায়, যার মা-বৌ দুজনেই মহাজনের ভোগ্য এবং গণঅভ্যুত্থানের সদস্য হওয়ার অপরাধে মধ্যরাতে কারফ্যু-চাপা রাস্তায় যে প্রাণদণ্ডে দণ্ডিত হয় মিলিটারির হাতে। নিহত খিজিরের আমন্ত্রণে ও আহ্বানে সক্রিয় সাড়া দিয়ে ওসমান ঘরের তালা ভাঙে। সবার অগোচরে সে বেরিয়ে আসে রাস্তায়, কারফ্যুর দাপট অগ্রাহ্য করে। তার সামনে এখন অজস্র পথ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ—সব দিক তার খোলা। ওসমান যেদিকেই পা বাড়ায় সেদিকেই পূর্ব বাঙলা।"
The young generation born in the 1990s is now Bangladesh's largest population cohort and has shown significant potential to transform their society. Most of them were born twenty years after Bangladesh's independence in 1971 and have been the focus of development initiatives. They were intended to help the country's economic progress, and thereby have been the target of international aid, globalization, and Islamization. Furthermore, the 1990s generation, also known as "Millennials" globally, are exposed to and connected via the internet, mobile phone networks, and numerous social media platforms. The contributors in this book discuss life strategies, social movements, and identity politics of contemporary Bangladeshi youth, particularly in the urban contexts. How do they identify themselves in the social and national contexts and how the nation's framework could work for their life strategy? It also explores globalization and its many varied connotations in different socioeconomic classes. The book can stimulate major discussion not only in Bangladesh studies but also in global studies on "youth and society." Ethnographic descriptions can also attract readers to understand the actual dynamic situations of youth in Bangladesh.