পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন বাংলাদেশের স্বাধীনতার সর্বাত্মক বিরোধিতা করে। অপর পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ছিল বাংলাদেশের পক্ষে। কোনো কোনো গবেষকের দাবি, মস্কোর এই সমর্থন তার নিজস্ব ভূ-রাজনৈতিক স্বার্থে। স্বল্প পরিচিত ও অজ্ঞাত অসংখ্য নথিপত্র ও সমসাময়িক কূটনীতিকদের স্মৃতিচারণার ভিত্তিতে লেখক এ বইয়ে জানিয়েছেন, আন্তর্জাতিক, এমনকি নৈতিক দায়িত্ববোধ দ্বারাই চালিত হয়েছিল সোভিয়েতের সমর্থন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়নের সমর্থনের নাটকীয় অধ্যায়, যুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের আণবিক অস্ত্রসংবলিত সপ্তম নৌবহর প্রেরণ, মার্কিন প্রেসিডেন্ট নিক্সন ও তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের কূটচালের ব্যর্থতা—এই শ্বাসরুদ্ধকর ঘটনাক্রমের প্রামাণিক বিবরণ লিপিবদ্ধ হয়েছে এ বইয়ে।