পৃথিবীর বুকে এমন কিছু মানুষ জন্ম নেয় যারা মৃত্যুর পরেও চিরঞ্জীব। তারা দূর আকাশের নিচে উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়েছেন। আমরা তাদের দেয়া উজ্জ্বল আলোয় আলোকিত হই। এমনি একজন চিরঞ্জীব উজ্জ্বল নক্ষত্র যিনি মৃত্যুর এতগুলো বছর পরেও সারা বিশ্বে সুপরিচিত, জনপ্রিয়তা নিয়ে কোটি কোটি মানুষের মনের ভেতরের ভালোবাসায় বেচে আছেন, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।