বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং সমাজ বাস্তবতার প্রেক্ষিতে রচিত লেখাগুলো নিয়ে সাজানো হয়েছে 'বাংলাদেশ আওয়ামী লীগ: বাঙালির সংগ্রাম- প্রগতির আখ্যান' গ্রন্থটি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য নেতৃত্ব প্রদান, স্বাধীনতার পর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চিত্র উঠে এসেছে গ্রন্থটিতে। আবার এতে পাওয়া যাবে জাতির পিতার। নির্মম হত্যাকাণ্ড, দীর্ঘসময় ধরে চলে আসা স্বৈরশাসনের বর্ণনাও। পাঠক এই গ্রন্থটি পাঠের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, সংগ্রাম ও বিকাশের আদ্যোপান্ত খুঁজে পাবেন। প্রায় চার দশক ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে শেখ হাসিনার ক্যারিশমাটিক নেতৃত্বের বিষয়ও উঠে এসেছে লেখকের কলমের খোঁচায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার ধারাবাহিকতাও আগ্রহী পাঠকের মনে খোরাক জোগাবে। বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও উন্নয়নের যে অভিযাত্রা, তার রূপরেখাও স্পষ্ট হয়েছে গ্রন্থটিতে। রাজনীতিবিদ, গবেষক ও শিক্ষার্থীদের জন্য বইটি সহায়ক হবে।