ব্রাম স্টোকারের ড্রাকুলাঃ ট্রানসিলভেনিয়া দুর্গম অঞ্চলে পাহাড়-চূড়ায় বিশাল এক প্রাচীন দুর্গে ওর বাস। দুর্গের নিচের এক অন্ধকার কামরায়- কফিনের ভেতর ।একেবারে খোদ লন্ডন শহরে এসে হাজির হলো সে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। রহস্যজনকভাবে মারা গেলেন আইনজীবী হকিন্স। ক্রমেই রক্তশূন্য ফ্যাকাশে হয়ে যাচ্ছে লুসির চেহারা । সাংঘাতিকপাগলামি শুরু করেছিলেন রেনফিল্ড । হারিয়ে যাচ্ছে শিশুরা- ফিরে এলে ওদের গলায় দেখা যাচ্ছে ধারাল দাঁতের সূক্ষ্ম ক্ষতচিহ্ন। এ সব কীসের আলামত?