বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে—এই অর্জন সম্ভব হয়েছে দীর্ঘ নয় মাসের গৌরবময় মুক্তিযুদ্ধের কারনে। এই শ্বাসরুদ্ধকর মুক্তিযুদ্ধে যিনি অফুরান শক্তি হিসেবে কাজ করেছেন তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সীমাহীন ত্যাগ, অপরিমেয় দেশপ্রেম আর নিরন্তর সংগ্রামের ফলেই বাঙালির ওপর বিজয়ের আলো ফুটেছিল। স্বাধীনতার পর তিনি যখন দেশকে সব দিক দিয়ে পুনর্গঠনের কাজে ব্যস্ত ঠিক তখনই কিছু বিশ্বাসঘাতক তাঁকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনা যে বাঙালির জন্য কত বড় বেদনার, শোকের ও কলঙ্কের তা বর্ণনাতীত । বঙ্গবন্ধু আজও মানুষের অনুপ্রেরণা। শুধু দেশে নয়, বহির্বিশ্বেও। তাঁর কর্ম, তাঁর স্বপ্ন, তাঁর স্টাইল অনুকরণীয় হয়ে উঠেছে বিশ্বনেতাদের কাছে। তাঁকে উপাধি দেয়া হয়েছে ‘রাজনীতির কবি' হিসেবে। লেখক বিভিন্ন সময়ে কলমের কালিতে ভাবনা মিশিয়ে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন বিষয়ের ওপর কিছু লেখা লিখেছিলেন। সেই লেখাগুলো বিভিন্ন পত্রিকায় ও বইয়ে প্রকাশিত হয়েছে। সেগুলো সংগ্রহ করে এক মলাটে বন্দি করা হয়েছে এই গ্রন্থে। আশা করি পাঠকের সমাদর লাভ করবে লেখাগুলো।