রবিনসন ক্রুসো সাগরের বুক চিরে এগিয়ে চলেছে একটা পালতোলা জাহাজ। হঠাৎ উঠল প্রচণ্ড ঝড়। ছোট্ট একটা নৌকা নিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করল আরোহীরা। কিন্তু ঝড়ের দাপটে উল্টে গেল নৌকা। ঝাঞ্ঝাবিক্ষুব্ধ সাগরে হাবুডুবু খেতে খেতে কোনমতে তীরে উঠল একজন মাত্র লোক। রবিনসন ক্রুসো। একা একা এই নির্জন দ্বীপে থাকবে কী করে ক্রুসো? দ্য স্কারলেট পিম্পারনেল ফরাসি বিপ্লবের পরের কথা। ফ্রান্সের অভিজাতদের তখন দুরবস্থা। ধরা পড়লেই কল্লা চলে যাচ্ছে গিলোটিনে। এরকম ডামাডোলের মধ্যে দুঃসাহসী একদল ইংরেজ বারবার ঢুকে পড়ছেন ফ্রান্সে, ছদ্মবেশে। বার করে নিয়ে আসছেন অভিজাতদের। কেউ জানে না এ দলের সদস্য কারা, কে-ই বা এর নেতা। এই নির্ভীক অভিযাত্রীদের সঙ্গে আপনিও পারেন দুরন্ত অভিযানে অংশ গ্রহণ করতে। অ্যাক্রস দ্য পিরেনীজ অপহরণ করা হয়েছে আলমাঞ্জার দোর্দণ্ডপ্রতাপ দুর্গস্বামী হোসে ফার্ডিনাণ্ডের একমাত্র কন্যা কর্নেলিয়াকে। এদিকে, স্পেনের বর্তমান শাসকের বিরুদ্ধে লেখা ফ্রান্সের ডিউক অর্লিয়াঁর গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে এসেছে বীর নাইট চার্লি সাভানা। মানসিকভাবে বিপর্যস্ত হোসে ফার্ডিনাণ্ডের আশা, তাঁর মেয়েকে সাভানা শত্রুর হাত থেকে উদ্ধার করে আনবে। চার্লি সাভানা কি তাঁর আস্থার মর্যাদা রক্ষা করতে পারবে?
গ্রেট এক্সপেকটেশানস গ্রামের কিশোর পিপ। আকস্মিকভাবে অসীম সম্ভাবনার দুয়ার খুলে গেল ওর সামনে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তার সমস্ত সম্পত্তি লিখে দিতে চাইল তার নামে; শর্ত একটাই: ভদ্রলোক হতে হবে পিপকে। লণ্ডনে চলে এল পিপ। ঘনিষ্ঠতা হলো অপরূপা এস্টেলার সাথে। অবশেষে পিপ জানতে পারল তার সম্পত্তিদাতার পরিচয়। যে সম্ভাবনার সৌধ সে গড়েছিল মনে মনে, এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল তা। ডেভিড কপারফিল্ড ডেভিড কপারফিল্ড। চার্লস ডিকেন্স-এর অমর সৃষ্টি। জন্মের আগেই পিতৃহারা মা-কে হারায় মাত্র দশ বছর বয়সে। অসহায় শিকার হয় নিষ্ঠুর সৎ-বাবার অত্যাচারের। চরম দুঃখ-কষ্টের মধ্যে কাটে তার শৈশব। তবু সে হার না মেনে লড়তে থাকে জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য। সকল প্রতিকূলতা অতিক্রম করে কীভাবে সে উপনীত হবে পূর্ণ সুখ ও শান্তির সোনালী মঞ্জিলে? দ্য জাঙ্গল বুকস্ ঝোপের মাঝে লুকিয়ে বসে আছে কালো একটা ন্যাংটো ছেলে। এখনও ভালভাবে হাঁটাই শেখেনি সে। যে নেকড়ে-মা তাকে লালন করছে সে তার নাম দিয়েছে-মৌলি। বলেছে, জঙ্গলে থাকতে হলে জঙ্গলের আইন মেনে চলতে হবে। ধীরে ধীরে বড় হতে থাকে মৌগলি। তাকে খাওয়ার জন্যে ঘুর-ঘুর করে ক্ষুধার্ত বাঘ। কিন্তু শক্ত পাহারা দিয়ে রাখে অন্যান্য জন্তুরা। অপূর্ব একটি বই।