'বিসর্গ তান।’ কবি ও কথা সাহিত্যিক নাহার মনিকা রচিত একটি মাঝারি আকারের উপন্যাস। বেঙ্গল পাবলিকেশন্স থেকে ২০১৫ সালে প্রকাশিত এই উপন্যাসের দাম রাখা হয়েছে ২৭০ টাকা। আর বইটির বিষয়লগ্ন একটি নান্দনিক প্রচ্ছদ করেছেন শিল্পী শিবু কুমার শীল। আর ১৪৪ পৃষ্ঠা বইটিতে অধ্যায় আছে ২৯টি। নাহার মনিকার জন্ম বাংলাদেশের উত্তরবঙ্গে। গত তিন দশক ধরে তিনি কবিতা এবং গল্প লিখছেন দেশের বিভিন্ন দৈনিকের সাহিত্য পাতায়, সাপ্তাহিক ও সাহিত্য পত্রিকায়।তাঁর লেখা একটু আয়োজন করেই পড়তে হয়। লেখার মধ্যে সেই আয়োজনের শৈলীটি তিনি বেশ করে বুনে দেন। পাঠককে শুরুতে তাঁকে বুঝতে হয়। আলোচ্য বইটি তার প্রথম উপন্যাস। প্রতিটি লেখকের প্রথম উপন্যাসই অধিকাংশ ক্ষেত্রে অনেকটা বা খানিকটা আত্মজৈবনিক হয়ে ওঠে। সে ক্ষেত্রে লেখকের এই উপন্যাসেও আমরা নিজের জীবনের অনেক অভিজ্ঞাকে গল্পের রূপে পেয়ে যাবো।
ঔপন্যাসিক Nahar Monica বলেন, ক্যানাডার হেমন্ত ঋতু'র কথা আমার উপন্যাস 'মন্থকূপ' এ এসেছে। এর পটভূমির অনেকটাই এখানকার অভিবাসীর জীবন। তাই এই মন্ত্রমুগ্ধকর হেমন্তের উল্লেখ না করলে হয় না। 'মন্থকূপ' থেকে কিছু অংশ বন্ধু পাঠকদের পড়তে দিই। "...এখানে হেমন্তকালের গাছের পাতা খুব কমনীয়ভাবে ঝরে যায়। ঝরে যাওয়ার আগে তারা সাজে, রঙ্গিন হয়, লাল হলুদ, খয়েরী মিশেলে সে এক রঙ্গের উৎসব। টুপটাপ, বাউ করে, তেছড়া টানে ভূমির আকর্ষণে নিচের দিকে পড়তে পড়তে নিজের একটু আগে জুড়ে থাকা গাছের ডালটির দিকে নরম গা এলানো আহ ভাব ছুড়ে দিয়ে নামতে থাকে। গ্রামের বাড়ির উঠানে শিউলী ফুলের টুপটাপ ঝরে পড়ার সঙ্গে এর কোথাও যেন মিল আছে। তবে এখানে হেমন্তের পাতা ঝরার বিস্তার বিশাল। বাড়ি ফেরার রাস্তার দু’ধারে ভুট্টার ক্ষেত থেকে ফসল তুলে নিয়ে মসৃণ সোনালী বিরাট মাঠের অদূরের থোক থোক বনের ভেতর থেকে যেন রঙ্গের আর আলোর কোন গুপ্তধন বেরিয়ে এসে ঠিকরে ঠিকরে পড়ছে। আমি সম্মোহিতের মত গাড়ির গতি কমিয়ে আনি।