বহু জাতি, ভাষা আর সংস্কৃতি এসে মিলেমিশে একাকার হয়ে গেছে স্বপ্নের দেশ আমেরিকায়। আমেরিকার প্রতিদিনের গল্প যেন অভিবাসীদের প্রাত্যহিক জীবনযাত্রার গল্প। নিউইয়র্কের গ্লোরিয়া ঋদ্ধ ঔপন্যাসিক সাজ্জাদ আলীর সুনিপুণ লেখনীতে বুনে তোলা জীবনের অন্তর্গত গল্পের এক নিটোল প্রেমের উপন্যাস। গ্লোরিয়া আর ফিরোজের অভিবাসী জীবন উদ্যাপনের জীবন্ত ক্যানভাস স্পন্দিত হয়েছে এই উপন্যাসের প্রতিটি পাতায়।