South Asia exploded in 1971. Throughout this fateful year, Siddiq Salik was in Dhaka as a uniquely privileged observer and participant in the political and human drama that culminated in the Indo-Pakistan war and the creation of Bangladesh. During his two years as a prisoner of war, he was able to ponder and digest the facts and analyse the complex circumstances which underlay the high drama. He has produced an authoritative narrative, dispassionate in tone and firmly anchored in fact. After setting the scene with a comprehensive overview of the political turbulence of the period, he gives us the first detailed professional account of the war itself ever to be published.
"২০০৯ সাল। রোমাঞ্চকর একটি চলচ্চিত্রের সূচনা যেনো! ঘূর্ণিঝড় আইলার আঘাতে বিধ্বস্ত উপকূলের জীবন ও প্রকৃতি নিয়ে প্রতিবেদন করতে গিয়ে একজন সাংবাদিক জেলেদের মুখে জানতে পারেন, সুন্দরবনের নৃশংস ও বেপরোয়া অপরাধীরা কীভাবে পুরো সুন্দরবনের জনজীবনকে জিম্মি করে রেখেছে। দস্যুদলকে থামাবার স্বপ্ন দেখতে থাকেন তিনি। পথ খুঁজতে গিয়ে ডাকাতদেরই ঘনিষ্ঠ সংস্পর্শে চলে আসেন। দুঃসাহসী সেই কাজে ঝুঁকি ছিলো অজস্র। রাষ্ট্রীয় বাহিনীর সাথে দস্যুদলের তুমুল গোলাগুলির মাঝে শ্বাসমূলের আঘাতে ক্ষতবিক্ষত পায়ে দৌড়াতে হয়েছে জলকাদায় মাখামাখি সেই রহস্যময় বনের ভেতর দিয়ে। নজরদারি এড়িয়ে দস্যুদের গোপন ডেরায় পৌঁছুতে পাড়ি দিতে হয়েছে দিকচিহ্নহীন রাতের সমুদ্র। চক্রান্ত-ষড়যন্ত্র, গোপন হত্যা, গডফাদারদের উস্কানিতে ডাকাতদলের বিদ্রোহী সদস্যদের হুমকি, বিপদের শেষ নেই! ডাকাতদের সাথে মাখামাখির বদনামও কুড়িয়েছেন, দমে যাননি। একের পর এক ডাকাত বাহিনীর আত্মসমর্পণে ভূমিকা রেখেছেন, সুন্দরবনের দস্যুতার অবসান হয়েছে। ফিরে আসা দস্যুদের রক্ষা করতে হয়েছে প্রতিহিংসা থেকে। অরণ্য আর অরণ্যের মানুষের জীবনের রূপান্তরে সক্রিয় অনুঘটকের ভূমিকা রেখেছেন সাংবাদিক মোহসীন উল হাকিম।"
পৃথিবীর বিভিন্ন ভাষার মত বাংলা ভাষাতেও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে-ওয়াসাল্লাম-এর উপর অসংখ্য গ্রন্থ রচিত ও সংকলিত হয়েছে। হযরত (দ.)-এর জীবন ও আদর্শ নিয়ে রচিত বর্তমান গ্রন্থ নবী পরিচয় ইসলামী চিন্তাবিদগণ কর্তৃক প্রশংসিত একখানা গ্রন্থ। এই গ্রন্থে লেখক মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর আদর্শ ও কর্মময় জীবনকে যেভাবে সুসংগত যুক্তির মাধ্যমে উপস্থাপন করেছেন তা বিরল। লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন বৈশিষ্ট্যকে জ্ঞান-বিজ্ঞানের কষ্টি পাথরে যুক্তির আলোকে এমনভাবে তুলে ধরেছেন, যা যেকোন বিদগ্ধজনকেই অনায়াসে আকৃষ্ট করে। গ্রন্থটিতে বিশ্বনবীর পরিচয় সার্থকভাবে বর্ণিত হয়েছে। ফলে এটি ইসলাম ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের কাছেই তথ্যপূর্ণ ও সাবলীল গ্রন্থ হিসেবে দেখা দেবে।
ঘরে-বাইরে (১৯১৬) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস।এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। উপন্যাসটি ১৯১৬ সালে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত এই উপন্যাসে একদিকে আছে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা, অন্যদিকে আছে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের সম্পর্ক; বিশেষত পরস্পরের আকর্ষণ-বিকর্ষণের বিশ্লেষণ।
চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাস। এটি সাধুভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। এটিকে রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস বলে বিবেচিত হয়। চতুরঙ্গ উপন্যাসের চারটি অঙ্গ- জ্যাঠামশাই ,শচীশ ,দামিনী এবং শ্রীবিলাস। উপন্যাসটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।শ্রীবিলাস (বর্ণনাকারী) নামে এক যুবকের যাত্রা, তাঁর সর্বোত্তম বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক শচীশের সাথে তাঁর সাক্ষাৎ, দামিনী বিধবা এবং আদর্শবাদী ব্যক্তি জ্যাঠামশাইয়ের গল্প নিয়ে উপন্যাসটি লিখিত
When Sheikh Mujibur Rahman’s diaries came to light in 2004, it was an indisputably historic event. His daughter, Bangladesh Prime Minister Sheikh Hasina, had the notebooks—their pages by then brittle and discoloured—carefully transcribed and later translated from Bengali into English. Written during Sheikh Mujibur Rahman’s sojourns in jail as a state prisoner between 1967 and 1969, they begin with his recollections of his days as a student activist in the run-up to the movement for Pakistan in the early 1940s. They cover the Bengali language movement, the first stirrings of the movement for Bangladesh independence and self-rule, and powerfully convey the great uncertainties as well as the great hopes that dominated the time. The last notebook ends with the events accompanying the struggle for democratic rights in 1955. These are Sheikh Mujib’s own words—the language has only been changed for absolute clarity when required. What the narrative brings out with immediacy and passion is his intellectual and political journey from a youthful activist to the leader of a struggle for national liberation. Sheikh Mujib describes vividly how—despite being in prison—he was in the forefront of organizing the protests that followed the declaration of Urdu as the state language of Pakistan. On 21 February 1952, the police opened fire on a peaceful student procession killing many. That brutal action unleashed the powerful movement that culminated in the birth of the new nation of Bangladesh in 1971. This extraordinary document is not only a portrait of a nation in the making; it is written by the man who changed the course of history and led his people to freedom.