রাবেয়া খাতুন কিশোরী বয়সে পত্রিকায় লেখা পাঠিয়েছিলেন বলে পরিবারে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছিল। বয়োজ্যেষ্ঠরা মনে করেছিলেন একটি মেয়ের হাতের লেখা সংসারের বাইরের পুরুষদের দেখা অসামাজিক কাজের তুল্য। এই ঘটনা থেকে অনুভব করা যাচ্ছে নারী হিসেবে কীরকম অবরুদ্ধ সমাজের বাসিন্দা ছিলেন। তিনি । এই রকম একটা পরিপ্রেক্ষিতে তিনি স্বপ্ন দেখেছেন ঔপন্যাসিক হবার,মুক্তি ঘটাতে চেয়েছেন নিজের লেখকসত্তার। কী করে পারলেন সেই স্বপ্নের সংগ্রামে পথ চলতে এবং ক্রমশ হয়ে উঠলেন বরণীয় লেখক তার পরিচয় পাওয়া যাবে এই বইয়ে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন বয়সের লেখকদের কলমে স্মরিত ও মূল্যায়িত হয়েছেন রাবেয়া খাতুন : স্বপ্নের সংগ্রামী সংকলনটিতে।